বাবার মতো পারফেকশনিস্ট হতে চান না বলিউড অভিনেতা আমির খানের ছেলে জুনাইদ খান। জীবনকে উপভোগ করাই তার কাছে বেশি প্রিয়। গেল কদিন আগে সিদ্ধার্থ পি মালহোত্রার ‘মহারাজ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন জুনাইদ। এ ছবি নিয়ে সম্প্রতি পূজা তলওয়ারের সঙ্গে এক সাক্ষাতকারে অংশ নেন তিনি। সেখানে বাবা আমির তাঁর সিনেমা পছন্দ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবা ছবিটি পছন্দ করেছেন। একজন শ্রোতা বা দর্শক হিসাবে যখন তিনি কিছু দেখেন তখন তিনি এটি উপভোগ করতে চান। তবে সেটা নিজের ছবি বাদ দিয়ে।
আমির পুত্রকে আরও প্রশ্ন করা হয় তিনি বাবার মতো একজন পারফেকশনিস্ট হতে চান কি না। উত্তরে তিনি বলেন, আমি বাবার মতো পারফেকশনিস্ট হতে চাই না। প্রত্যেককে নিজের কাজ করতে হবে। জীবন প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। আমি এই যাত্রায় আছি। নিজর জীবনকে উপভোগ করছি।
You must be logged in to post a comment.