বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে জাজের ‘জ্বীন-২’

বিনোদন প্রতিবেদক / ৬২ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৩, ২০২৪
পাকিস্তানে মুক্তি পাচ্ছে জাজের ‘জ্বীন-২’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদের চলচ্চিত্র ‘জ্বীন-২’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাঁরা জানায়, বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি পাচ্ছে। পরিবেশকদের সঙ্গে সব ধরনের আলোচনা শেষ হয়েছে। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বললেন, ‘আমরা চাইছি ঈদের দিনই এটি পাকিস্তানে দেখাতে। নইলে ১৯ এপ্রিল মুক্তি পাবে। ইতিমধ্যে পাকিস্তানের ডিস্ট্রিবিউটরের সাথে জাজের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। বাংলাদেশে সিনেমাটি মোনা: জ্বীন-২ নামে মুক্তি পেলেও, পাকিস্তানে জ্বীন-২ নামে মুক্তি পাবে।’

কেন পাকিস্তানের বাজারকে টার্গেট করা হলো—জানতে চাইলে এই প্রযোজক বলেন, ‘আমরা এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ছবি মুক্তি দিয়েছি। বিপুল সাড়া পেয়েছি। বলা যায়, মুসলিম দেশে আমার ছবি ভালো চলে। পাকিস্তান মুসলিম দেশ, সে হিসেবে আমরা এবার সেখানে যাওয়ার চেষ্টা করছি।’

তিনি দাবি করেন, চুক্তির আগে, পাকিস্তানি ডিস্ট্রিবিউটরকে স্কিনার পাঠাতে হয়েছে। তাঁরা সিনেমা দেখে বেশ প্রশংসা করেছেন। তাঁদের মতে, যেহেতু জ্বীন-২ সিনেমাটি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বানানো, তাই হয়তো পাকিস্তানের দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করতে পারে।

মোনা: জ্বীন-২ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। ছবিতে উঠে এসেছে জামালপুরের একটি গ্রামের গল্প। সেখানে এক ব্যক্তির বাড়িতে ‘অদৃশ্য’ কিছুর উৎপাত। ফলে বাড়ির মালিক সেই বাড়ি ছেড়ে দেন। পরবর্তী সময়ে বাড়িটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন। একসময় ছাত্র ও শিক্ষকেরাও সেই বাড়িটি ছেড়ে দেন পরিস্থিতির শিকার হয়ে। হরর ঘরানার সিনেমাটিতে উঠে এসেছে প্রতিশোধের গল্প। এর আগে ‘জ্বীন’ সিনেমাটিতেও ছিল নানা রহস্য। গত বছর সিনেমাটি মুক্তি পায়। মোনা: জ্বীন-২–এ আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাসার, সুপ্রভাত প্রমুখ। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান