বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’-এর অবৈধ প্রদর্শনী চলছিল পাকিস্তানের করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে। সম্প্রতি সিন্ধু বোর্ড অব ফিল্মস সেন্সর (এসবিএফসি) সিনেমাটির অবৈধ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।
এই প্রদর্শনীর টিকিট অনলাইনে ৯০০ রুপিতে (পাকিস্তানি রুপি) বিক্রি করা হচ্ছিল। এগুলো ‘ফায়ারওয়ার্কস ইভেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান এই প্রাইভেট স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমস।
এসবিএফসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো সিনেমার প্রদর্শনী বেআইনি। আর এই নিয়ম লঙ্ঘন করলে তিন বছরের কারাদণ্ড অথবা ১ লাখ রুপি (পাকিস্তানি রুপি) পর্যন্ত জরিমানা হতে পারে।
সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘পাঠান’ ১২ দিনে বিশ্বব্যাপী ৮৩২ কোটি রুপি সংগ্রহ করেছে। সিনেমাটি আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। এই স্পাই-থ্রিলারে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
You must be logged in to post a comment.