মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকিট নিয়ে এখনও চলছে হাহাকার। দেশ ছাড়িয়ে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া মিলছে।
তবে এরইমধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি কোন মন্তব্য করেনি। পরামর্শ দেওয়া হয়েছে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের সঙ্গে যোগাযোগের।
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর।
You must be logged in to post a comment.