‘তারে জমিন পার’ ছবির ছোট্ট ইশানের কথা মনে আছে? ডিসলেক্সিয়া নামের এক অসুখের শিকার ছিল সে। ইশান চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের মন জয় করে নিয়েছিল ছোট্ট দারশিল সাফারি।
কিন্তু তারপর আর দারশিলকে সেভাবে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন দারশিল।
দুটি ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন ইশান। একটি গৌরব খাঁটি পরিচালিত ‘তিব্বা’। আরেকটি ছবি হলো ‘মুক্ত’, এই ছবিতে দারশিলকে দেখা যাবে মানসিক রোগে আক্রান্ত যুবকের চরিত্রে।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেখা সাক্ষাৎকারে দারশিল বলেছেন, কলেজ নিয়ে ব্যস্ততার কারণেই পর্দার সামনে দাঁড়ানোর সুযোগ হয়নি তার। কাজ চাইতে আমিরের কাছেও যেতে ইচ্ছা করেনি দারশিলের। কারণ, তার মনে হয়েছে, এটা ‘শর্টকাট’।
এই প্রসঙ্গে দারশিল বলেন, “তার কাছে কাজ চাইতে লজ্জা লেগেছে। সব সময়েই মনে হয়েছে, নিজের কাজ নিজের যোগাড় করে নেয়াই ভালো। কারো কাছে কাজ চাওয়া বিষয়টি হলো ‘শর্টকাট’। আমি যে ‘লং কাট’ চাই তাও নয়, তবে আমি কাজ শিখে আগাতে চাই।”
‘তারে জমিন পার’-এর পরে সেলিব্রিটি ড্যান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’-তে দেখা গিয়েছিল দারশিলকে। এছাড়াও ২০১২ সালে ‘মিডনাইট’স চিলড্রেন’-এ অভিনয় করেছিলেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
You must be logged in to post a comment.