বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

পর্দায় ফিরছেন ‘চুলবুল পান্ডে’

ফোরাম প্রতিবেদক / ৩০২ জন দেখেছেন
আপডেট : জুলাই ৭, ২০২২
পর্দায় ফিরছেন ‘চুলবুল পান্ডে’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গত বছরই ঘোষণা করেছিলেন পর্দায় আবার ফিরছেন ‘চুলবুল পান্ডে’। কবে? সেই হেঁয়ালির জবাব দেননি ভাইজান। খুব তাড়াতাড়ি খুশির খবর পেতে চলেছেন ‘সল্লু ভাই’-এর ভক্তরা, এমনটাই সংবাদসংস্থার খবর। পরিচালক তিগমাংশু ধুলিয়াই চিত্রনাট্য লিখছেন দবং ৪-এর। তিনি পরিচালনাও করবেন এমনটাই খবর বলিউডের অন্দরে। ২০১৯-এ ‘দবং৩’ ভাল ব্যবসা করতে পারেনি। এই ছবির পরিচালনায় ছিলেন প্রভু দেবা। আশাহত হয়েছিলেন সালমানের ভক্তরাও।

অপরদিকে ‘পান সিং তোমর’ ও ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এ সফল তিগমাংশু। সূত্রের খবর ‘দবং ৪’-এর চিত্রনাট্য লিখছেন তিনি । গল্প পড়ে বেজায় খুশি ‘ভাইজান’। পরিচালনার ভার তিগমাংশুকেই দিতে চান সালমান এমনটাই মনে করছেন অনেকে। সে দিক থেকে সালমান ও ধুলিয়ার জুটি হিসাবে প্রথম কাজ হতে চলেছে ‘দবং-৪’। এর আগে সালমান জানিয়েছিলেন চলতি বছরেই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন তিনি। আগামী দিনে ‘টাইগার ৩’-এও দেখা যাবে সালমানকে। এই ছবি নিয়ে সালমানের প্রত্যাশা ও দর্শকের কৌতূহলও তুঙ্গে। শাহরুখের ‘পাঠান’ ছবিতেও অতিথি হিসাবে দেখা যাবে ভাইজানকে। আরও খবর আদিত্য চোপড়ার ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে সালমান-শাহরুখকে। সব মিলিয়ে আগামী দিনে ছবির সাফল্য নিয়ে আশাবাদী সালমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান