গত ২৯ আগাস্ট ব্যান্ড্রার মেহবুব স্টুডিওতে একসঙ্গে প্রথম কাজ করলেন দুজনে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভি-ক্যাটের ভক্তদের আর কয়েকদিনের অপেক্ষা, খুব শিগগির একসঙ্গে দুজনকে দেখা যাবে বড় পর্দায়।
বিচ্ছেদের পর সব ভাল লাগছে: সীমা
বলিউডে সাধারণত উল্টোটা হয়, অনস্ক্রিন কেমস্ট্রির আগুন আরও উষ্ণ করে তোলে অফস্ক্রিন কেমিস্ট্রি। কিন্তু ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে মোটেও সেরকমটা হয়নি। আগে জমেছে পর্দার বাইরের রসায়ন। এতদিন পর এবার পর্দায় জুটি বাঁধছেন বলিউডের অন্যতম চর্চিত কাপল।
ইন্ডিয়া টুডের খবর বলছে, ভিকির পরবর্তী প্রোজেক্ট ‘গোবিন্দা নাম মেরা’, ছবিতে রয়েছেন ভুমি পেডনেকর, কিয়ারা আদবানি। আর সিদ্ধান্ত চতুর্বেদি, ঈশান খট্টরের সঙ্গে ক্যাটরিনার পরের ছবি ‘ফোন বুথ’।
You must be logged in to post a comment.