আগামী ১৬ই আগস্ট মুক্তি পাবে ডেপ ভার্সেস হাড ডকুমেন্টারি সিরিজ। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক এমা কুপার। হলিউড অভিনেতা জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের দাম্পত্য কলহের কথা সবারই জানা। এ নিয়ে মামলা-পাল্টা মামলায় জমে উঠেছিল হলিউডপাড়া। চর্চিত সেই মামলার রায় যায় জনি ডেপের পক্ষে। এবার এই দুই তারকার বিবাদ উঠে আসবে নেটফ্লিক্সের পর্দায়।
সম্প্রতি ‘ডেপ ভার্সেস হার্ড’ ডকুমেন্টারি সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে নেটফ্লিক্স। এতে উঠে আসবে জনি ও অ্যাম্বারের মধ্যে চলা আদালতের মামলার খুঁটিনাটি এবং দুই তারকার মধ্যকার দীর্ঘস্থায়ী বিরোধগুলো।
You must be logged in to post a comment.