চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে কি না, সে বিষয়ে শুনানি পিছিয়ে ৯ই জানুয়ারি ঠিক করেছে আপিল বিভাগ। আজ সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ঠিক করে।
গেল বছরের ৭ই মার্চ পরী মণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ।
পরবর্তীতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালত। ২০২১ সালের ৪ আগস্ট পরী মণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র্যাব।
পরে, তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।
You must be logged in to post a comment.