চিত্রনায়িকা পরী মণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে। এদিন মামলার বাদী পরী মণি না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার (২৩ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এই দিন ধার্য করেন।
এদিন পরী মণির করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু, আজ এই চিত্রনায়িকা আদালতে উপস্থিত হননি। এ জন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জুলাই দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর পরী মণি এ মামলায় আংশিক জবানবন্দি প্রদান করেন। গত বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ১৮ মে একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরী মণি। মামলার পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এ অভিযোগে দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদি হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
You must be logged in to post a comment.