চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।
পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এনটিভি অনলাইনকে বলেন, ‘আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন নির্ধারণ করেন।’
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরী মণির বাসায় অভিযান চালায় র্যাব। বাহিনীটি দাবি করেন, ওই সময় বাসা থেকে বিদেশি বিভিন্ন দামি ব্র্যান্ডের বিপুল মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হন। একই বছরের ৪ অক্টোবর আদালতে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
You must be logged in to post a comment.