শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

পরীণীতি-রাঘবের বিয়ে এখন সময়ের ব্যাপার

ফোরাম প্রতিবেদক / ১০৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৭, ২০২৩
পরীণীতি-রাঘবের বিয়ে এখন সময়ের ব্যাপার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড অভিনেত্রী পরিণীতির সঙ্গে ভারতীয় সংসদের তরুণ সদস্য ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। চলতি বছরেই তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ইতোমধ্যে হয়েছে তাদের বাগদানও। গত ১৩ মে ধুমধাম করে পরিণীতি সে অনুষ্ঠান সেরেছেন। দিল্লির কাপুরথালা হাউসে ব্যক্তিগত পরিসরে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও।

এখন শুরু হয়েছে তাদের বিয়ের প্রস্তুতি। আর তা চলছে গোপনে। শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি ও রাঘব। রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে সাত পাক ঘুরবেন তারা। শুধু তাই নয়, চন্ডীগড়, মুম্বাই, গুরুগ্রামে বিবাহত্তোর সংবর্ধনার তিনটি আয়োজন করছেন তারা৷

দিল্লিতেই জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তার বেশির ভাগ আত্মীয়, পরিজন ও বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসিপশন পার্টি থাকছেই। দিল্লির গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হবে সেই আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ‘দ্য লিলা অ্যাম্বিয়েন্স’ গুরুগ্রাম হোটেলে রিসিপশনের মেনু চূড়ান্ত করতে গিয়েছিলেন পরিণীতি ও রাঘবের বাবা-মা পবন চোপড়া-রিনা চোপড়া এবং সুনীল চাড্ডা-অলকা চাড্ডা ৷ সেদিন খাবার টেস্টিংয়ের জন্য বেশ কিছু হোটেলেও গিয়েছিলেন তারা।

স্বাভাবিকভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে প্রীতিভোজের আসর। তা ছাড়াও শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজিত হতে চলেছে আরও একটি বিবাহত্তোর সংবর্ধনার।

অন্যদিকে নিয়মিতই পরিণীতি চোপড়াকে মণীশ মালহোত্রার বাড়িতে দেখা গেছে। এর আগেও মণীশের বাড়িতে দেখা গেছে পরিণীতিকে৷ তারকাদের বিয়েতে মণীশের ডিজাইন করা পোশাকটা থাকে বিশেষ আকর্ষণ। এ জুটির ক্ষেত্রেও সে রীতি বজায় থাকছে। সব মিলিয়ে বলা যায়, আপাতত নিজেদের ঘর গোছাতে ভীষণ ব্যস্ত এই যুগল।

এদিকে, গত মাসের একদম শেষের দিকে স্বর্ণমন্দিরে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানে গিয়ে লঙ্গরে সেবাকাজও করেছিলেন যুগল। নিজেদের হাতে খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে বাসন মাজা— তারকাসুলভ জৌলুস থেকে বেরিয়ে অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান