কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মাঠে নামা হলেও এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের। অপেক্ষার অবসান ঘটিয়ে সার্বিয়ার বিপক্ষে আজ (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল এগিয়ে আছে পরিসংখ্যানেও।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে জি’ গ্রুপের ম্যাচটি। এক নজরে ব্রাজিল-সার্বিয়া লড়াইয়ের কিছু পরিসংখ্যান দেখে নেয়া যাক :
* এখন পর্যন্ত সর্বাধিক পাঁচবার বিশ্বকাপ জয়লাভ করেছে ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেলেসাওরা।
* ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই খেলেছে ব্রাজিল। সর্বশেষ ২০০২ সাল বিশ্বকাপে তারা ফাইনালে ২-০ গোলে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল।
* বাছাইয়ে সবগুলো ম্যাচে জয় লাভ করে বিশ্বকাপের টিকিট পায় নেইমাররা। বাছাইপর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৮ গোল করেন নেইমার।
* সার্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার আলেকসান্দার মিত্রোভিচ (৫০ গোল) চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে খেলা অনিশ্চিত।
* বাছাইয়ে নিজেদের গ্রুপে অপরাজিত ছিল সার্বিয়া। পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে মিত্রোভিচের গোলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।
* ২০০৬ সালে মন্টেনেগ্রো থেকে আলাদা দেশ হওয়ার পর কখনও গ্রুপ পর্বের বাধা পার করতে পারেনি সার্বিয়া।
* ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ব্রাজিলের মুখোমুখি হয়েছিল রাশিয়া। সে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় তারা।
* বিশ্বকাপ ছাড়া দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল কেবল একবার। সেই ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল।
You must be logged in to post a comment.