রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

পরাজয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করল ব্রাজিল

ফোরাম প্রতিবেদক / ১৩৬ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৩, ২০২২
পরাজয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করল ব্রাজিল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আগেই নকআউট পর্ব নির্ধারণ করে রেখেছে ব্রাজিল। তাই ক্যামেরুনের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাদশ নিয়ে মাঠে নামে সেলেসাওরা । তবে রিজার্ভ বেঞ্চ তিতের আস্থার প্রতিদান দিতে পারেনি।

শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে বারবার আক্রমণ চালিয়েও ক্যামেরুনের জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। ক্যামেরুনও পারেনি ব্রাজিলের জালে বড় জড়াতে। ২ মিনিটে ফ্রেড এবং অ্যান্তনির আক্রমণে গোলের সুযোগ তৈরি হয়েছিল। তবে সেখান থেকে গোল পায়নি ব্রাজিল। ১৪ মিনিটে ফ্রেডের বাড়ানো বলে প্রায় গোল করেই ফেলছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। কিন্তু ক্যামেরুন গোলরক্ষক ডেভিস এপাসির কল্যাণে আবারও ব্যর্থ হয় ব্রাজিল।

প্রথমার্ধ জুড়ে এরকম আরও সুযোগ পেয়েছিল ব্রাজিল, যার একটিও কাজে লাগেনি। হয়নি গোল। অন্যদিকে নির্ভার ছিল ক্যামেরুনের আক্রমণ। ৪৮ মিনিটে ব্রায়ান এমবেউমোর আক্রমণ বাদে প্রথমার্ধে আর কিছুই করতে পারেনি তাঁরা। ফলে দুদলই গোল শূন্য থেকেছে পুরো প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের অতিরিক্ত সময়ে উল্টো ৯১ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে গেছে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেন আবু বকর। এরপর টি শার্ট খোলার কারণে লাল কার্ডও দেখেন তিনি।

ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করে গেছে তিতের শীষ্যরা। কিন্তু বলটি কিভাবে প্রতিপক্ষের জালে প্রবেশ করাতে হবে, সেটাই যেন জানে না তারা। সব মিলিয়ে অন্তত ২৯ বার ক্যামেরুনের জালে গোল দেয়ার চেষ্টা করেছে সেলেসাওরা।

খেলায় জয় লাভ করলেও ক্যামেরুন বাদ পড়েছে। এই গ্রুপ থেকে সার্বিয়াকে হারিয়ে নকআউটপর্বে উঠেছে সুইজারল্যান্ড। এই হারের পরও ব্রাজিল গ্রুপ সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল।

সোমবার (৫ ডিসেম্বর) নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

ম্যাচটিতে হঠাৎ মাঠে দেখা যায় ইনজুরির কারণে সার্বিয়ার ম্যাচের ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়া ব্রাজিলিয়ান পোস্টর বয় নেইমারকে। না তিনি খেলতে আসেননি। এসেছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলকে উজ্জীবিত করতে।

ব্রাজিলের শুরুর একাদশ : এডারসন (গোলরক্ষক) দানি আলভেস, এডার মিলিতাও, ব্রিমার, অ্যালেক্স টেলেস, ফ্যাবিনহো, ফ্রেড, অ্যান্টনি, রদ্রিগো, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস।

ক্যামেরুন শুরুর একাদশ : এপাসি, ফাই, উওহ, এবোসে, তোলো, জাম্বো, কুন্দে, এমবেউমো, চৌপো-মোটিং, এনগামেলু, আবু বকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান