চার বছর হতে চলল। এই সময়ে কোথাও দেখা যায়নি তাঁকে। একবারই দেখা দিয়েছিলেন, তা-ও ভিডিও বার্তায়। এরপর আবার ডুব। তিনি ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা পপি।
এই সময়ে ঢালিউড তারকার খোঁজ জানেন না চলচ্চিত্র অঙ্গনের কেউই। তবে পপির ভক্তদের জন্য সুখবর। ভক্তদের সঙ্গে দেখা হতে যাচ্ছে তাঁর। গত ১৯ জুলাই পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তির কথা ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনের কারণে তা পিছিয়ে গেছে।
সব ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট দেখা মিলবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকার। এদিন দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সাদেক। তিনি বলেন, ‘বছরখানেক আগেই সেন্সর ছাড়পত্র হতে পেয়েছি। মুক্তির জন্য উপলক্ষ খুঁজছিলাম। কিন্তু কোনোভাবেই সবকিছু মেলাতে পারছিলাম না। এরমধ্যে ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার চালাব। তবে সেটা তো আর হচ্ছে না। একাই সবকিছু করতে হবে এখন।’
পরিচালক জানান, বারবার চেষ্টা করলেও পপির সঙ্গে তিনি যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন। এই নির্মাতা বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময়ই পপি আমাকে বলেছিলেন, যেদিন বিয়ে করবেন, সেদিনই নিজেকে একেবারে গুটিয়ে নেবেন। কারও সঙ্গে যোগাযোগ করবেন না। কেউ তার খোঁজ পাবেন না। শুনেছি তিনি ধানমণ্ডিতে পরিবার নিয়ে থাকছেন। যেহেতু নিজের মতো করে থাকতে চাইছেন, আমাদের উচিত তাঁকে তাঁর মতো করে থাকতে দেওয়া।’
জানা গেছে, ডাইরেক্ট অ্যাকশন ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন পপি। বিপরীতে আছেন আমিন খান। আরও অভিনয় করেছেন ইমনসহ অনেকে।
You must be logged in to post a comment.