রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপ থেকেও কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে ব্রাজিল। হেক্সা শিরোপার মিশনে টানা দুই বার ব্যর্থ হওয়া কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নেইমারদের বস তিতে।
গত বিশ্বকাপে ব্রাজলি বেলজিয়ামের কাছে হেরেছিল। আর এবার হারলো ক্রোয়েশিয়ার কাছে। এই হারের পর পদত্যাগ করেছেন তিতে। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় ফুটবল জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো।
২০১৬ সালে ব্রাজিল কোচের দায়িত্ব পান তিতে। তার অধীনে কোপা আমেরিকাসহ রাশিয়া বিশ্বকাপেও খেলে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হলেও ২০১৯ সালে দলকে কোপা আমেরিকা জেতান তিনি।
দীর্ঘদিন ধরে ব্রাজিলকে কোচিং করানো তিতের সমালোচনা হয়ে আসছিল অনেক দিন আগে থেকে। তার ট্যাকটিক্স নিয়ে ফুটবলবোদ্ধাদের একটি অংশের আপত্তি ছিল। অনেকে মনে করেন, ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে তার পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে।
এবারও ট্যাকটিক্সের কারণে সমালোচনার শিকার হচ্ছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও যে হেরেছে তার শিষ্যরা, তাও আবার পেনাল্টিতে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তারা হেরেছে ১(৪)-১(২) ব্যবধানে।
You must be logged in to post a comment.