ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গত ১০ ফেব্রুয়ারি তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ছয় মাস বয়স পূর্ণ হয়। ছেলের ‘মুখে ভাত’ অনুষ্ঠানের আয়োজনের জন্য ভালোবাসা দিবসকে বেছে নেন রাজ-পরী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে একমাত্র ছেলের মুখে ভাত তুলে দেন তারকা দম্পতি।
পরীমণি বলেন, আমার ছেলে রাজ্যের ছয় মাস বয়স উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। পথশিশুদের সঙ্গে বসে রাজ্য প্রথম মুখে ভাত দিয়েছে। এটা যে কতটা আনন্দের ও খুশির সেটা বোঝানো সম্ভব নয়।
অভিনেত্রী বলেন, পথশিশুরাও মানুষ। তাদেরও ভালো কিছু খাওয়ার ইচ্ছা হয়, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছা করে। আমার চাওয়া, রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। বিয়ের প্রায় তিন মাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি বিয়ের কথা জানান তারা। এর কিছুদিন পর ২১ জানুয়ারি রাতে হলুদ সন্ধ্যা এবং পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুই তারকা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে আসে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
You must be logged in to post a comment.