বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

পঁচিশ বছর পর আবার পর্দায় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

বিনোদন ডেস্ক / ৬৩ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ৫, ২০২৪
পঁচিশ বছর পর আবার পর্দায় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পঁচিশ বছর পর আবার পর্দায় ফিরছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। এতে ‘বড়ে’ ও ‘ছোটে’ মিয়া হয়ে অভিনয় করেছেন বলিউডের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সিনেমাটি নির্মাণ করেছেন আলি আব্বাস জাফর। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অভিনয় করে মাতিয়ে দিয়েছিল অমিতাভ বচ্চন-গোবিন্দ জুটি। এবার তাদের জনপ্রিয়তাকে পুঁজি করে একই নামে নির্মাণ করা হয়েছে এ সিনেমা।

অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ এবারই প্রথম একসাথে জুটি বাঁধতে যাচ্ছেন। তাইতো অক্ষয়কে ‘বড়ে’ সম্বোধন করে জ্যাকিপুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি যে বছর জন্মেছি, সে বছর বলিউডে পা রেখেছেন আপনি। তবে আমি নিশ্চিত, আপনি এখনও লাফ দিয়ে আমার চেয়ে উঁচুতে উঠতে পারবেন।’

অন্যদিকে টাইগারকে উদ্দেশ করে অক্ষয় লিখেছেন, ‘যে বছর আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সে বছরই তুমি জন্মেছো। তাইতো এ সিনেমা আমার জন্য অনেক বেশি আবেগের।’ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় দুই নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন ও রামাইয়া কৃষ্ণন। সিনেমাটি মূলত কমেডি ঘরানার ছিল।

এবারের সিনেমাটি অ্যাকশনে ভরপুর। তবে হাস্যরসের ছোঁয়া যে একেবারে নেই, তা নয়। এবারের সিনেমাটির নায়িকা হয়েছেন মানুষী চিল্লার এবং আলায়া ফার্নিচারওয়ালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান