ইনস্টাগ্রামে নিজেকে নতুন অবতারে তুলে ধরছেন অঞ্জলি অরোরা। ‘কাঁচা বাদাম’ এবং এমএমএস কাণ্ডের পর আবার অনুরাগীদের নজর কাড়ছেন তিনি।
সম্প্রতি এমএমএস-কাণ্ডে নাম জড়ানোর পর আবার নয়া অবতারে নিজেকে তুলে ধরেছেন অঞ্জলি অরোরা। সমাজমাধ্যমে তাঁকে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে। কখনও পঞ্জাবি গানে তো কখনও হিন্দি গানে। এর আগে ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে যে ভিডিওটি আপলোড করেছিলেন তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এখনকার ভিডিওর সঙ্গে তার যেন আকাশ-পাতাল তফাত। অঞ্জলি যেন একেবারে নতুন লুকে বার বার ফিরে আসছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। নাচের ভিডিওগুলি দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ কটু মন্তব্যও করেছেন।
অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ
কেউ বলেছেন, ‘কাঁচা বাদাম আবার ফিরে এসেছে’, কেউ বলেছেন, ‘আবার দ্বিতীয় কোনও এমএমএস আসতে চলেছে’। তবে, কারও কথায় কান না দিয়ে অঞ্জলি রয়েছেন নিজের মতো।
সম্প্রতি ‘টি সিরিজ’ থেকে অঞ্জলির একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। অঞ্জলির সঙ্গে দেখা যাবে বিশাল পাণ্ডেকেও।
https://www.instagram.com/reel/Ch1n6ojIjzG/?utm_source=ig_embed&ig_rid=557351cd-b3e1-46c2-863e-e1f8c3b86fec
You must be logged in to post a comment.