টলিউডের তরুণ প্রজন্মের ‘লাভবার্ডস’ নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। দুজনেই প্রথমে ভুল মানুষের প্রেমে পড়ে সংসার পেতেছিলেন। পরে ভুল বুঝে সরে এসেছেন সেই সম্পর্ক থেকে। নতুন করে একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন মনের মানুষকে। এর আগে যশের সঙ্গে এক ছবিতে অভিনয় করলেও তখন প্রেমের ফুল ফোটেনি দুজনের মধ্যে। সম্পর্কের রসায়ন বদলায় ‘SOS কলকাতা’ ছবির শুটিংয়ের সময়ে।
নুসরতের আগেই বলিউডে যাচ্ছেন টলিউডের মিমি
এখন যশের সঙ্গেই সংসার পেতেছেন নুসরত। নতুন করে সাজিয়ে তুলেছেন ঘর। অভিনেতার প্রথম পক্ষের ছেলে আর নিজের ছেলে ঈশানকে নিয়ে এখন সুখে রয়েছেন নুসরত। দুজনের প্রেমের মুহূর্ত এখন প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আগে লুকিয়ে চুরিয়ে প্রেম করলেও সন্তান জন্মের পর থেকে সবটাই প্রকাশ্যে নিয়ে এসেছেন যশ নুসরত।
জুটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই এখন শুধু থাইল্যান্ড ঘোরার ছবি, ভিডিও। প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের মাঝে চুটিয়ে রোম্যান্স করেছেন ‘যশরত’। কখনো নৌকা ভাসিয়েছেন সমুদ্রের নীল জলে। কখনো আবার পোজ দিয়েছেন চিতা, বাঘদের সঙ্গে।
বলিউডে ‘বিবাহিতদের কেরিয়ার নেই!: মহিমা
এবার নিজেদের একান্ত মুহূর্ত কাটানোর কিছু ঝলক শেয়ার করলেন যশ নুসরত। নীল বিকিনিতে নৌকার উপরে অভিনেত্রী। পাশে জিন্সের বারমুডা এবং নীল সাদা স্ট্রাইপ শার্টে ঝকঝকে যশ। স্ত্রীকে বুকে টেনে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘গতি আস্তে করো আর জীবনটাকে উপভোগ করো।’ যশরতের প্রেম দেখে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর খোঁচা, ‘ওলেবাবালে, পারিনাহ পারিনাহ!’
তবে ট্রোলও কম হননি দুজনে। নুসরতের সঙ্গে ট্রোলের তো অবিচ্ছেদ্য সম্পর্ক। বিকিনি পরা নিয়ে, একরত্তি ছেলেকে বাড়িতে ফেলে ঘুরতে চলে যাওয়ার জন্যও সমালোচিত হন তিনি। এমনকি জনপ্রতিনিধি হয়ে এমন পোশাক পরার জন্য বহুবার কটুক্তির মুখে পড়েছেন নুসরত। কিন্তু তিনি বরাবর ‘ডোন্ট কেয়ার’ মনোভাব নিয়েই চলেন। নেতিবাচকতা থেকে দূরে থাকতে পছন্দ করেন নুসরত যশ। সুত্র বাংলাহান্ট
https://www.instagram.com/reel/Cice3vKjwiN/?utm_source=ig_embed&ig_rid=5d3dc46c-9d96-40dc-86a1-5dcc56f7a744
You must be logged in to post a comment.