গত ১৩ মে দিল্লিতে বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এবার তাঁদের বিয়ের পিঁড়িতে বসার পালা। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানে উদয়পুরের দ্য লীলা প্যালেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন বলিউডের এই যুগল। এরইমধ্যে দিল্লিতে সেজে উঠেছে রাঘবের বাসভবন। অন্যদিকে, আলোয় ঝলমল করছে মুম্বাইয়ে পরিণীতির বাড়িও। বরযাত্রী আসবে নৌপথে, নৌকায় চড়ে আসবেন রাঘব।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো মরুশহর রাজস্থানেই সাতপাকে ঘুরবেন পরিণীতিও। তবে এর আগে দিল্লিতেও রয়েছে বিয়ের একগুচ্ছ আনুষ্ঠানিকতা। শোনা যাচ্ছে, দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে। সেই ক্রিকেট ম্যাচের পরেই কীর্তন সম্পন্ন হয়েছে। সমাজমাধ্যমের পাতায় ইতোমধ্যে ভেসে বেড়াচ্ছে সেসব ছবি। তারপর রাঘবের বাড়িতে বসেছে সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার।
রাঘব-পরিণীতির বিয়ে উপলক্ষে লীলা প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনের আভাস পাওয়া যাচ্ছে। ২৩ সেপ্টেম্বর ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে দুপুর থেকে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তারপর থাকছে নব্বই দশকের আদলে একটি থিম পার্টি। ২৪ সেপ্টেম্বর রাঘবের ‘সেহরাবন্দি’র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান।
এদিকে, ২৩ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন প্রিয়াঙ্কা চোপড়া। বোনের বিয়ের জন্য সোজা উদয়পুরেই পৌঁছে যাবেন তিনি। এরপর বিয়ের সব অনুষ্ঠানেই দেখা যাবে তাঁকে। সঙ্গে নিয়ে আসবেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকেও। তবে ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান ছেড়ে নিক আদৌ আসতে পারবেন কি-না শ্যালিকার বিয়েতে, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে।
শোনা যাচ্ছে, রাঘব ও পরিণীতির বিয়ের জন্য সেজেছে একাধিক বিলাসবহুল হোটেল। হোটেল লেক প্যালেস তার মধ্যে অন্যতম। ওই হোটেল থেকেই নাকি নৌপথে বরযাত্রী যাবে লীলা প্যালেসে। নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসবেন রাঘব। দুপুর সাড়ে ৩টার মধ্যে মালাবদল করবেন পরিণীতি ও রাঘব। তারপরেই সাতপাকে ঘুরবেন তাঁরা। ‘আ পার্ল হোয়াইট ওয়েডিং’-এর মাধ্যমে চার হাত এক হবে এই যুগলের। বিয়ের দিনই সন্ধ্যায় লীলা প্যালেসে অনুষ্ঠিত হবে নবদম্পতির রিসেপশনও।
সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে, দুই পাঞ্জাবি পরিবারের এই মিলনোৎসবে স্থানীয় খাবার ছাড়াও থাকছে রাজস্থানি থালির আয়োজন। বিয়ের মণ্ডপসজ্জার জন্য কলকাতা ও দিল্লি থেকে যাচ্ছে বিশেষ ফুল।
You must be logged in to post a comment.