বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোরা ফাতেহি সন্তানসম্ভবা?

ফোরাম প্রতিবেদক / ৩০৩ জন দেখেছেন
আপডেট : জুলাই ১০, ২০২২
নোরা ফাতেহি সন্তানসম্ভবা?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে গুঞ্জন। জনপ্রিয় ড্যান্সার ও কোরিওগ্রাফার নোরা ফতেহি অন্তঃসত্ত্বা! চমকে যাওয়া এ খবর বলিউডপাড়ায় চাউর হতেই মুখ খুললেন নোরা। নীতু কাপুরের ছেলের বউ আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। এটা নিয়ে আলোচনা চলছিল ড্যান্স শো’য়ের বিচারকদের মধ্যে। সেখানেই নোরা ফোনের ক্যামেরার সেলফি মোড অন করে নিজেকে দেখছিলেন।

নোরা বলেন, কারণ, আমি প্রেগন্যান্ট নই। নোরার উত্তর শুনে নীতু কাপুর খিলখিল করে হাসতে শুরু করেন এবং টেরেন্স লুইসও অবাক বনে যান। মর্জি বলেন, গোটা দুনিয়াকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ! এই মেয়েটা পুরো পাগল!

নাচের পাশাপাশি কোরিওগ্রাফার এবং রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও কাজ করছেন নোরা। নোরা মজার ছলে ওই কথা বললেও বিষয়টি নিয়ে জোর জল্পনা চলেছে নেট পাড়ায়। অনেকেই প্রশ্ন করছেন, সত্যিই কি নোরা প্রেগন্যান্ট ছিলেন? তবে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান