আর্থিক জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) সাত ঘণ্টা নোরাকে জেরা করে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।
এদিন নোরাকে ৫০টিরও বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেন তদন্তকারী কর্মকর্তারা। আর এই তদন্তে সহযোগিতা করেন অভিনেত্রী নিজেই। সুখেশ চন্দ্রশেখর নামের এক প্রতারকের কাছ থেকে দামী উপহার নেওয়ার অভিযোগ রয়েছে নোরার বিরুদ্ধে।
উল্লেখ্য, একই ঘটনায় ইডির অতিরিক্ত চার্জশিটে আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকায় বলিউডের আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উঠে এসেছে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে, জ্যাকুলিন জানতেন সুকেশ একজন জালিয়াত।
You must be logged in to post a comment.