বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

নেচে কী বার্তা দিলেন বুবলী

বিনোদন প্রতিবেদক / ৬৮ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২৩
‘জামাল-কদু’ গানে নেচে কী বার্তা দিলেন বুবলী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘অ্যানিমেল’ সিমেমার ‘জামাল কদু’ শিরোনামের গানের সঙ্গে নাচলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে। গতকাল সোমবার সকালে ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে।

বুবলী তাঁর এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরনের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তাঁর নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিতে চেয়েছেন।

‘জামাল কুদু’ গানটি অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সে সময় মাথায় একটি পানপাত্র মাথায় নিয়ে নাচতে থাকেন ববি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান