ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে কাতারে এসেছিল ব্রাজিল। একঝাঁক তারকা নিয়ে গড়া দলটির হেক্সা মিশনও দারুণভাবে শুরু হয়েছিল। কিন্তু শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের দিন পেনাল্টি নেননি দলটির প্রাণভোমরা নেইমার জুনিয়র। কিন্তু কী কারণে নেইমার পেনাল্টি নেননি তা জানিয়েছেন ব্রাজিলের বিদায়ী হেড কোচ তিতে। খবর গোল ডটকম’র।
রদ্রিগোর শট সেভ হওয়ার পরই চাপে ছিল ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া ক্রমেই গোল করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেইমারকে পঞ্চম শটের জন্যই রেখেছিলেন কোচ তিতে। তিনি বলেন, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ ও অনেক চাপ থাকে। নেইমার সেই চাপ নিতে পারবে। এজন্য তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল।
কিন্তু মারকিনিয়োস চতুর্থ শটে গোল করতে পারেননি। ফলে নেইমারের আর পঞ্চম শট নেয়াই হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।
You must be logged in to post a comment.