দুর্দান্ত জয়ের পরও স্বস্তিতে নেই ব্রাজিল। ইনজুরিতে পড়েছেন তাদেও দলের সেরা তারকা নেইমার জুনিয়র। ৭৭তম মিনিটেই সার্ব ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। তার পায়ে সঙ্গে লেগেই পা মচকে যায় পিএসজি তারকার। যে কারণে ম্যাচের ৭৮তম মিনিটেই মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমার জুনিয়রকে। তার পরিবর্তে মাঠে নামানো হয় অ্যান্টোনিকে।
পরে বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে নেইমারের গোড়ালির। তাতে দেখা যাচ্ছে, গোড়ালি ফুলে আছে। ম্যাচ শেষে তার পায়ে ব্যান্ডেজ দেখা গেছে। আগামী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নেইমারদের সংশ্লিষ্ট ডাক্তার রদ্রিগো টুইট করেছেন, দনেইমারের গোড়ালি মচকে গেছে। তবে এটা খুব বেশি গভীর নয়। স্প্যানিশ পত্রিকা স্পোর্ট জানিয়েছে, নেইমারের ইনজুরি খুব বেশি গুরুতর নয়। তাকে নিয়ে শঙ্কার কিছু নেই।
You must be logged in to post a comment.