ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মারা গেছেন। আজ (সোমবার) সন্ধ্যায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রপরিচালক শাহিন সুমন।
এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গুণী কোরিওগ্রাফার। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।
১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পান। ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। ১৯৬২ সালের ৩১শে ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করা এই তারকা নৃত্যপরিচালক নিজেকে ঈর্ষণীয় পর্যায়ে নিতে পেরেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
You must be logged in to post a comment.