ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তিনি চিত্রনায়িকা, মডেল আবার গায়িকাও। সব মিলিয়ে নানান গুণে গুণান্বিত এই অভিনেত্রী। দক্ষ অভিনয়ের সাথে দুই বাংলায় সমানতালে কাজ করে চলেছেন নুসরাত ফারিয়া।
টালিউড সিনেমা ‘আবার বিবাহ অভিযান’। সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। যা মুক্তি পাবে ৮ জুন। সিনেমাটি কেন্দ্র করে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন এই অভিনেত্রী।
তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৬ মে) ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ফারিয়া। এরপর থেকেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। ফারিয়ার ভক্তরা বেশ প্রশংসা করছেন।
ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।
You must be logged in to post a comment.