কয়েকদিন আগেই রেলস্টেশনের টিভিতে প্রায় তিন মিনিট ধরে একটি নীল ছবি চলে। ভিডিওটির কারণে মুহূর্তেই সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে রেলস্টেশন কর্তৃপক্ষকে নিয়ে শুরু হয় সমালোচনা। এবার নতুন করে আলোচনায় সেই ভিডিও।
রেলস্টেশন চলা সেই পর্ন তারকা কেন্দ্রা লাস্টর একটি ছবি গেল কয়েকদিন ধরে সোশ্যালে ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, কেন্দ্রা লাস্ট পটনা ছোট পোশাক পরে রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া বলছে, এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে ছবিটি।
কেন্দ্রা লাস্টের টুইটার টাইমলাইনেও দেখা গেল সেই ছবি। ছবিতে দেখা যায় টপ পরা, খোলা চুলে রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। ডান হাতে মোবাইল ফোন ধরে সেলফি তোলার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক পেছনে একটি বোর্ড দেখা যাচ্ছে। সেখানে লেখা ‘পাটনা জংশন’। প্লাটফর্মে একটি ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। তবে প্লাটফর্ম ফাঁকা।
তারকার টাইমলাইন ঘুরে দেখা যায় অনেক নেটিজেনরা মন্তব্য করে লিখেছেন, ‘আপনার কারণে ট্রেনের দেরি হয়েছে।’ আবার কেউ মজা করে মন্তব্য করছেন, ‘ভারতীয় পেসার মোহাম্মদ সামির সঙ্গে দেখা করতে চাচ্ছেন তিনি।’ এর জবাবও দিয়েছেন পর্ন তারকা। বলেছেন, ‘অবশ্য আমি এটা আশা করি। আমি একজন ভক্ত।’
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, গত ১৯ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে পাটনা স্টেশনের ১০ নম্বর প্লাটফর্মের টিভিগুলোয় চোখ পড়তেই অবাক হয়ে যান সবাই। টিভিতে হঠাৎই নীল ছবি চলা শুরু হয়। যা প্রায় তিন মিনিট চলে। এ ঘটনায় হুলস্থুল শুরু হয় ভারতজুড়ে। আর এরপর থেকে সোশ্যালে ট্রেন্ডিং হতে থাকেন ভিডিওর অভিনেত্রী পর্ন তারকা কেন্দ্রা লাস্ট।
এছাড়া দ্য ইকোনিকম টাইমসের প্রতিবেদন জানিয়েছে, এ ঘটনায় একজন রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বিজ্ঞাপনের জন্য চুক্তি দেয়া হয়েছিল। সেটি কালো তালিকাভুক্ত করা হয়েছে। আরপিএফ ও জিআরপি দ্বারা পৃথকভাবে এফআইআরও করা হয়েছে।
You must be logged in to post a comment.