শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

নিরাপত্তা নিশ্চিত করে কনসার্টে ফিরলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক / ২৭ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১৬, ২০২৪
হামলার হুমকির পর টেইলরের ভিয়েনা কনসার্ট বাতিল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কনসার্ট বাতিল হওয়ার পর আবার নতুনভাবে দর্শকদের কাছে পৌঁছালেন টেইলর সুইফট। কনসার্ট বাতিল হওয়ার আগের দিন পর্যন্ত তার ভক্তরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। সেখানে টিকেটের দাম বেশি হলেও দর্শকেরা তার জন্য সেই দামে ক্রয় করেছিলেন।

আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দেখা যাবে সুইফটকে। গতকাল থেকেই সাজানো হচ্ছিলো সে জায়গা। একই জায়গায় ১৬,১৭,১৯ ও ২০ তারিখেও তার কনসার্ট অনুষ্ঠিত হবে। ভক্তদের আগমন শুরু হয়ে গিয়েছিলো। সেখানে মেলার মতো আয়োজন হয়েছে। কয়েকটি ছোট ছোট দোকানও বসেছিলো। সেখানে টিশার্ট এবং আরো অনেক কিছু যেখানে এ তারকার নাম, ছবি এগুলো আঁকা ছিলো।

তবে এবার কনসার্টে নিরাপত্তার দিকে অনেক বেশি নজর দেওয়া হয়েছে। টিকেট ছাড়া যাতে কেউ কনসার্টে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়াও ভক্তরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রবেশ করবে এবং সঙ্গে করে শুধুমাত্র একটি ছোট ব্যাগ আনতে পারবে। কাচ, ধাতব পাত্র, ল্যাপটপ এবং ছাতা সবই নিষিদ্ধ।

সেখানে উপস্থিত মাল্টা থেকে আশা একদল ভক্ত সুইফটকে প্রথমবার দেখার জন্য বেশ আগ্রহী। তারা বলেন ,”নিরাপত্তা নিয়ে আমরা বেশ আগ্রহী”। এদিকে সুইফট ভিয়েনার ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অতীতে তিনি বলেছিলেন যে ২০১৭ সালে ম্যানচেস্টার এরিনা বোমা হামলা এবং লাস ভেগাস কনসার্টের শুটিংয়ের পরে তার ভক্তদের জন্য ভয় কাজ করছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান