কয়েকবছর আগেও যৌথ প্রযোজনার ছবি দিয়ে সরগরম ছিল ঢাকার চলচ্চিত্রপাড়া। দীর্ঘ বিরতির আবার শুরু হতে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ছবির নাম ‘স্পর্শ’।
ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন স্পর্শ ছবিটি নির্মাণ করবে। আর পরিচালনায় আছেন বাংলাদেশ থেকে অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত।
ক’দিন আগেই জানানো হয়, যৌথ প্রযোজনার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। এবার জানা গেলো, এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নতুন নায়িকা। নাম আরিয়ানা জামান। এছাড়াও কলকাতার জনপ্রিয় একজন নায়িকাকে দেখা যাবে ত্রিভুজ প্রেম ও সম্পর্ক ঘিরে নির্মিতব্য সিনেমায়।
‘স্পর্শ’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি, আশা করছি নিজেকে প্রমাণের সুযোগ পাবো ‘
নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, ‘এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।’
‘স্পর্শ’র মধ্য দিয়ে প্রথমবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিরব। সিনেমাটি নিয়ে আগেই এই চিত্রনায়ক জানিয়েছেন,‘বহু বছর পর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে। এটা প্রথম ভালোলাগার বিষয়। আমারও এটা যৌথ প্রযোজনায় প্রথম ছবি। আমরা সব নীতিমালা মেনে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি স্মার্ট কিছু হবে।’
You must be logged in to post a comment.