অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরেছে—বলিউডে এমন গুঞ্জন অনেকদিন ধরেই। শোনা গিয়েছিল, বচ্চন পরিবারে সম্পত্তি ভাগাভাগি নিয়েই তাঁদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে। যদিও এ নেহাত ধারণা মাত্র! এদিকে, সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, তারকা দম্পতির সম্পর্কের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে! বলিউড অভিনেত্রী নিমরাত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার জেরেই নাকি দাম্পত্যে ফাটল।
বিষয়টি নিয়ে এ অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ ঐশ্বরিয়া ভক্তরা। নেটিজেনরাও তাঁকে ‘ঘরভাঙানি’ বলে খোঁটা দিতে পিছপা হচ্ছেন না। এর মাঝেই ‘সিটাডেল হানি বানি’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকা। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে তিনি সিঙ্গেল। কারও সঙ্গেই কোনো সম্পর্ক নেই তাঁর।
এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিছক গুঞ্জন বলেই জানালেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁর ভাষ্য, ‘নিমরাতকে জড়িয়ে অভিষেকের নামে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। এসবে কান দেওয়া উচিত নয়।’
এই সূত্র আরও বলেন, ‘অভিষেক এখন অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন। অন্যদিকে তাঁর ছবির প্রচারও চলছে। হয়তো তাই এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত। তবে এটা বলতে পারি, এটা একেবারেই ভুয়া খবর। ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।’
এমনকি বচ্চন দম্পতির ডিভোর্সের জল্পনার মাঝে ভাইরাল হয়েছে পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও। শোনা যায়, ‘দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নিমরাত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। সময়টা ২০২২ সাল। আর এই জেরেই ঐশ্বরিয়ার সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছেন অভিষেক। তবে তাতেও ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভপুত্রের দূরত্ব কমেনি।
২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। দশভি সিনেমাটি মুক্তির সময়ে তাঁদের দাম্পত্যের বয়স ১৫ বছর। সেই সাক্ষাৎকারে বচ্চন দম্পতির সুখী দাম্পত্য জীবনের প্রশংসা করেন সঞ্চালক। যা শুনে অবাক হয়ে অভিষেকের সহ-অভিনেত্রী নিমরাত বলেছিলেন, ‘১৫ বছর!’ খানিক লাজুকভাবেই জুনিয়র বচ্চন বলেছিলেন, ‘আজ্ঞে! দীর্ঘ পনেরো বছর। ২০০৭ সাল থেকে ২০২২।’
সেই সাক্ষাৎকারে অভিষেক নিমরাতকে সামনে রেখেই ঐশ্বরিয়া বচ্চনের প্রশংসা করে বলেছিলেন, ‘এটা আমাদের মেনে নেওয়ার সময় এসেছে যে, নারীরা আসলে পুরুষদের থেকে অনেক এগিয়ে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো তাঁরা দেখতে পারেন। আমার স্ত্রী (ঐশ্বরিয়া) এই ক্ষেত্রে অসাধারণ। সবদিক থেকে আমার পাশে থেকেছে।’
তবে এখন এই অভিনেত্রীকে ঘিরেই অভিষেককে নিয়ে জল্পনার ডালপালা মেলেছে, যার জেরে নাকি স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।
You must be logged in to post a comment.