বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

নিপুণের ‘বীরত্ব’ যৌনকর্মীতে

ফোরাম প্রতিবেদক / ২৯৯ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২২
নিপুণের ‘বীরত্ব’ যৌনকর্মীতে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আমাদের সিনেমার সুদিন ফিরে এসেছে মন্তব্য করে চিত্রনায়িকা নিপুণ বলেন, এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের নতুন সিনেমা ‘বীরত্ব’ দর্শকদের হলমুখি করতে সক্ষম হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। ১৬ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইমন-নিপুণ জুটির এই সিনেমাটি।

এ সময় সিনেমাটির নায়িকা নিপুণসহ উপস্থিত ছিলেন নায়ক ইমন, খলনায়ক চরিত্রে অভিনয় করা ইফতেখার দিনার, অভিনেত্রী মুনীরা মিঠু, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকেই।
ঢাকায় পোশাকের ব্যবসা শুরু করছেন সালমান খান

যারা ‘বীরত্ব’ দেখবে তাদের চোখ ভিজে যাবে মন্তব্য করে অভিনেত্রী মুনীরা মিঠু বলেন, আমি সাধারণত ছোট পর্দার অভিনেত্রী। বড় পর্দায় খুব একটা কাজ করা হয় না। অনেক দিন পর আবারও সিনেমায় অভিনয় করলাম। সিনেমাটিতে ইমনকে একেবারে অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে তা দর্শকদের ভালো লাগবে।

নায়ক ইমন বলেন, করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সিনেমায় অভিনয় করেছি। শুটিংয়ের জন্য বেশ কিছু দিন আমাকে যৌনপল্লীতে থাকতে হয়েছে। সব থেকে বড় ব্যাপার শুটিং করার সময় আমার মনে হচ্ছিল সিনেমাটি দর্শকের ভালো লাগবে। বাকিটা মুক্তির পর বুঝতে পারবো।

বলিউডে ‘বিবাহিতদের কেরিয়ার নেই!: মহিমা

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে আসা চিত্রনায়িকা সালওয়া বলেন, “আমিও একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এর আগে কখনও আইসিইউতে যাইনি। এই সিনেমায় অভিনয় করার সুবাদে যেতে হয়েছে। এতে কাজের অভিজ্ঞতাটা দারুণ। আমার প্রথম সিনেমা দর্শক গ্রহণ করলে উৎসাহিত হব।”

পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, “বীরত্ব একজন সাহসী যুবকের জীবনের নানা ঘাত প্রতিঘাতের গল্প। আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সাহসী যুবকের নাম রাজু। সে ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। অন্যায়ের বিরুদ্ধে লড়ে আর্তকে আশ্রয় দেয়।”

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, “আমি এই সিনেমায় নিষিদ্ধ পল্লীর একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। এতে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রানা।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবীব নাসিম।

পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান