অভিনেত্রী দীপিকা পাডুকোনের মা হওয়ার খবরে চলছিলো শোরগোল, এবার তা নিয়েও অভিনেত্রীর স্ফীতোদর কি আসল, না নকল এ প্রশ্ন তুলেছিল নেটাগরিকের একাংশ।
মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এলেন দীপিকা ও রণবীর। স্ত্রীকে সাবধানে গাড়ি থেকে নামতে সাহায্য করল রণবীরের সচেতন হাত।
গত বুধবার সমাজমাধ্যমে স্ফীতোদরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এবার নিন্দকদের তোয়াক্কা না করে স্বামী রণবীর সিংহের হাতে হাত রেখে বেবিমুন-এর উদ্দেশ্যে রওনা দিলেন অভিনেত্রী।
দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ সূত্রের খবর, সন্তান সংসারে আসার আগে একান্তে সময় কাটাতে চান তারকা-দম্পতি। সে জন্যই এই বেবিমুন-এর পরিকল্পনা। তবে এই সব কিছুর মধ্যে নেটাগরিকদের নজর কাড়ে দীপিকার স্ফীতোদর। নেটাগরিকদের কেউ কেউ ফের মন্তব্য করেন, “দীপিকার এই স্ফীতোদর নকল নয় তো?”
এই বিতর্কের সূত্রপাত ২০ মে ভোটদান পর্বের সময় থেকে। ভোট দিতে মুম্বাইয়ের এক ভোটকেন্দ্রে হাজির হন রণবীর-দীপিকা।
You must be logged in to post a comment.