ভারতের মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
এতে বলা হয়, ৩৩ বছর বয়সী অপর্ণা বেশ কয়েকটি মালায়লাম সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন। বৃহস্পতিবার কেরালার কারামান এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই বাড়িতে স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন অপর্ণা।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেন, আমরা হাসপাতাল থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর জানতে পারি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন অপর্ণা। এ ঘটনায় তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
You must be logged in to post a comment.