রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

নিজ দলকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন ম্যাক্রোঁ

ফোরাম প্রতিবেদক / ১১৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২২
নিজ দলকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন ম্যাক্রোঁ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে ফ্রান্সের ফুটবল দলকে উৎসাহ দিতে কাতারে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে বুধবার ম্যাচের দিন তিনি যে কাতারে থাকবেন তা নিশ্চিত। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর অবশ্য এক মাস আগেই জানানো হয়েছিল বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে কাতারে যাবেন ম্যাক্রোঁ। শনিবার ইংল্যান্ডে ২-১ গোলে হারিয়ে নিজেদের সেমিফাইনাল পর্বে ওঠা নিশ্চিত করে ফ্রান্স। একই দিন ইউরোপের শক্তিশালী ফুটবল দল পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মরক্কো। মরক্কোর এই অর্জনের মধ্য দিয়ে এবার প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে উঠল। বুধবার ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কোর ফুটবল দল। যে দল সেই ম্যাচ জিতবে, সে ই পাবে বিশ্বকাপ ফাইনালে খেলার সবুজ সংকেত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান