ফরাসি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ‘দেব ডি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘শয়তান’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’ ইত্যাদি সিনেমা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। একটা সময় ছিল, যখন একের পর এক প্রেম করে বেড়িয়েছেন অভিনেত্রী। কোথাও থিতু হবেন—এমনটা ভাবেননি।
তবে এখন তিনি বিবাহিত, এক সন্তানের মা। জীবন সম্পর্কে এখনও কি তাঁর একই রকম ধারণা? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এখন আমি বিবাহিত, আমার একটি সন্তান রয়েছে। ওই সব কাজ করার মতো সময়ই হবে না এখন আর। নিজের সঙ্গীর দিকে তাকানোরই সময় হয় না! তবে অতীতে এমন অনেক কিছুই করেছি। আমার মনে হয়, নীতি এবং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকাটা খুব জরুরি।’
বরাবরই স্পষ্টবাদী কল্কি। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জীবনের সেই সময়টা খুবই অন্য রকমের ছিল। আমার বয়স কম ছিল। বিয়ে করার কথা ভাবতেই পারতাম না। আগ্রহ ছিল না। সংসার, সন্তান নিয়ে এমন ভাবনা মাথায় আসা সম্ভব নয়। তবে আমি জানি, এমন অনেকেই রয়েছেন, যাঁরা দুটো দিকই ভালোভাবে সামলে চলেন।’
প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কাল্কি। তবে তাঁদের মধ্যে বিচ্ছেদ হলে সংগীতশিল্পী গাই হার্শবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বর্তমানে তাঁর এই সংসারে স্যাফো নামের একটি কন্যাসন্তান রয়েছে।
You must be logged in to post a comment.