ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি প্রেম করছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। বলিপাড়ায় নবাব-কন্যার প্রেম নিয়ে চর্চার অন্ত নেই। ক্রিকেটারকে বিয়ে করবেন সারা ? এনিয়ে এবার মুখ খুললেন শর্মিলা ঠাকুরের নাতনি।
একজন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অন্যজন ভারতীয় ক্রিকেটের তারকা। দুই তারকার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিন ধরে ঘুরছে বলিউডে। সারা আলি খান ও শুভমন গিলের প্রেম নিয়ে এত দিন ধরে জল্পনা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি তারা কেউই। তাই বলে কি প্রেমে ইতি পড়েছে ? একেবারেই না। বরং সবাইকে চমকে দিয়ে এবার বিয়ে নিয়েই মুখ খুলে বসলেন সারা আলি খান। তার কথায়, এক জন ক্রিকেটারকে বিয়ে করতে তার কোনও অসুবিধাই নেই !
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। সেই ছবির এক প্রচার অনুষ্ঠানে গিয়েই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সইফ-কন্যা।
সারাকে প্রশ্ন করা হয়, ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে হেঁটে কি একজন ক্রিকেটারকেই বিয়ে করবেন তিনি? প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটুও থতমত খাননি অভিনেত্রী। সারা বলেন, ‘‘ক্রিকেটারকে বিয়ে করতে আমার কোনও অসুবিধা নেই। তবে সত্যি বলতে আমার জন্য কারও পেশাটাই সব নয়। আমার সঙ্গে সেই মানুষটার মানসিকতা মিললে তবেই আমার ক্ষেত্রে সেই সম্পর্কে এগোনো সম্ভব। সেই মানুষটা পেশায় অভিনেতা হতে পারেন, ক্রিকেটার বা ব্যবসায়ীও হতে পারেন। তাতে কিছু যায়-আসে না।’’
অবশ্য শুভমন গিলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সারার দাবি, এখনও পর্যন্ত মনের মতো মানুষের সঙ্গে নাকি দেখাই হয়নি তার।
You must be logged in to post a comment.