দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। শ্রেয়াশ ও আরশ নামে দুই ছেলে তার সঙ্গে সেখানে অবস্থান করছেন।
এস আই টুটুল সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রবাসে বসবাসের আনন্দময় বিভিন্ন সময়ের ছবির তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। সেই সঙ্গে বিভিন্ন কথাও তিনি লেখেন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে স্ট্যাটাসে টুটুল লিখেছেন দুই ছেলের বিষয়ে।
এতে তিনি উল্লেখ করেন, তার ছেলেরা এখন কী করছেন। স্ট্যাটাসে টুটুল লিখেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন আমার কথা। আমরা তিন বাপ-বেটা এখন আমেরিকাতেই থাকি। শ্রেয়াস একটা গাড়ি কোম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স আর আরশ পড়ছে কিংস হাইস্কুলে গ্রেড নাইন এ।’
নিজের কাজ নিয়ে টুটুল লেখেন, ‘এখানে আমার নিজের একটা স্টুডিও আছে, যেখানে সব ইকুইমেন্টস হাইলি প্রফেশনাল। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্যে দোয়া করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে টুটুল ছেলেদের সঙ্গে নিয়ে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
এস আই টুটুল একাধারে গায়ক, গীতিকার, সংগীত পরিচালক ও সুরকার। শৈশব থেকেই টুটুলে গানের প্রতি অনুরাগ। গানকেই তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন। পিয়ানোর ওপর বিশেষ প্রশিক্ষণ নিলেও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী।
‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্রে সেরা সংগীত পরিচালক ও ২০১০ সালে সেরা প্লেব্যাক সংগীতশিল্পীর পুরস্কারে ভূষিত হন টুটুল। ‘নিরন্তর’ সিনেমার জন্য ২০০৬ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সংগীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এ শিল্পী।
You must be logged in to post a comment.