টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের নামের সঙ্গে যেন সবসময় বিতর্ক লেগেই থাকে। প্রায় সময়ই চর্চায় থাকেন তিনি। কখনো সার্জারি করা ঠোঁট, কখনো খোলামেলা ছবি নিয়ে, আবার কখনো ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়ে সমালোচনায় থাকেন টালি তারকা।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য নুসরাত। সেখানে নেশা ধরানো চোখ, খোলা চুল আর স্বল্প পোশাকে ধরা দিয়েছেন তিনি। আবেদন ছড়ানো ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আনহোলি’। যার বাংলা অর্থ ‘অপবিত্র’।
টালি নায়িকা ভিডিওটি পোস্ট করতেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, ভিডিওতে এমন কি রয়েছে, যে কারণে নিজেকে ‘অপবিত্র’ বললেন নুসরাত। তবে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
এদিকে ভিডিওতে দেখা যায়, নিজের ভিডিওর সঙ্গে পপ সংগীত স্যাম স্মিথ ও কিম পেট্রাসের চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘আনহোলি’ গানটি জুড়ে দেয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে।
অভিনেত্রীর ভিডিওটি পোস্ট করতেই তাতে মন্তব্যে পড়েছে কয়েক শতাধিক। সেখানে প্রিয় তারকার মুভমেন্টের প্রশংসা করেছেন কেউ, আবার কেউবা নেতিবাচক মন্তব্য করেছেন। তবে অভিনেত্রী কোনো মন্তব্যে সাড়া দেননি। সূত্র: টিভি নাইন
ভিডিও
https://www.instagram.com/reel/ClDTl9bj6xr/?utm_source=ig_embed&utm_campaign=loading
You must be logged in to post a comment.