নিউইয়র্কে রণবীর কাপুর ও কন্যা রাহা সঙ্গে আপাতত ভ্যাকেশনে আছেন অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অন্তত সেই কথাই বলছে। ‘রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি’র সাফল্যের পর পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। শুধু তাদের ঘুরতে যাওয়ার ছবি নয়, সেই সঙ্গে আলোচনায় রণবীর কাপুরের নতুন হেয়ার স্টাইল। রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে এই ছবি। স্পোর্টিং হেয়ার স্টাইলে নজর কেড়েছেন এই অভিনেতা।
ছবিতে আরও দেখা যায় রণবীর, আলিয়া ও রাহাকে এক টেবিলে। নতুন হেয়ারস্টাইলে রণবীর স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। আলিয়া ও রাহাও রণবীরের সঙ্গে ছিলেন। কালো পোশাক পরেছিলেন আলিয়াও।
বেশ ভালোই কেটেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই বছরটা। রণবীরের রোমান্টিক-কমেডি ড্রামা ‘তু ঝুঁটি ম্যায় মক্কার’ ভালো ব্যবসা করেছে। তবে সন্দীপ ভাঙ্গা রেড্ডির ‘অ্যানিম্যাল’ ছবিতে নিজের ক্যারিশমা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন আলিয়া ভাটও।
You must be logged in to post a comment.