সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

না.গঞ্জে ‘দামাল’-এর অগ্রিম টিকেট বিক্রি শুরু, দুদিনের টিকেট শেষ

ফোরাম প্রতিবেদক / ২১০ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
না.গঞ্জে ‘দামাল’-এর অগ্রিম টিকেট বিক্রি শুরু, দুদিনের টিকেট শেষ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘দামাল’ মুক্তি পাবে আর মাত্র কয়েকদিন পরে। এরই মধ্যে নারায়ণগঞ্জে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

সেখানকার সিনে স্কোপে সিনেমা হলে রবিবার দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ও শনিবার প্রথম দুদিনের বেশিরভাগ শো-এর টিকেট বিক্রি হয়ে গেছে।

সন্ধ্যায় সিনে স্কোপের মৃদুল নামে এক কর্মকর্তা বলেন, দামাল নিয়ে দর্শকদের প্রচুর আগ্রহ রয়েছে। রবিবারই প্রথম দুদিনের অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

আগামী মাস থেকে শুরু হবে ‘জোকার: ফোলি এ ডিউক্স’র শুটিং

শুরুতে চারটি করে শো চালাবে সিনে স্কোপ। হল কর্তৃপক্ষ জানায়, দর্শকদের যে পরিমাণে আগ্রহ, এতে করে শো সংখ্যা আরও বেশি বাড়তে পারে।

দামাল পরিচালনা করেছেন রায়হান রাফী৷ মুক্তির আগে প্রচার প্রচারণায় ইতোমধ্যেই দর্শকদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে ফরিদুর রেজা সাগরের মূল গল্পে নির্মিত ছবি দামাল।

অগ্রিম টিকেট বিক্রি প্রসঙ্গে পরিচালক রাফী বলেন, নারায়ণগঞ্জে অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। শিগগিরই অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতেও অগ্রিম টিকেট ছাড়া হবে৷

দামাল ছবির প্রচারণায় রুনা লায়লা

তিনি বলেন, আমর সবটুকু দিয়ে দামাল বানিয়েছি। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে

স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে নির্মিত হয়েছে দামাল। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, ইন্তেখাব দিনার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান