মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

নারীভক্তদের নিয়ে নতুন মন্তব্য জায়েদ খানের

ফোরাম প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : মে ২৮, ২০২৩
নারীভক্তদের নিয়ে নতুন মন্তব্য জায়েদ খানের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। তার একের পর একের বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে। এবার আবারও নারীভক্তদের নিয়ে গণমাধ্যমে নতুন এক মন্তব্য করলেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ’বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। আমি বিয়ে করিনি, ব্যাচেলর বলে সবাই আমাকে অন্যচোখে দেখে। আমার রাশিই এরকম। আমি খুব উপভোগ করি এসব।’

তিনি আরও বলেন, ‘কোনো হিরো কোথাও গেলে যদি মেয়েরা তাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, কোনো মেয়ে যদি তার সঙ্গে সেলফি না তোলে; তাহলে তার হিরোগিরি করার দরকার নেই।’

এছাড়া বিভিন্ন সময়ে প্রেম ও নারী বিষয়ক মন্তব্য করা নিয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি জানান, ‘আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে। কেউ কেউ এটাকে নিয়ে ব্যাঙ্গ করেছে। কেউ কেউ বলছে, এটা জায়েদ খানের মানসিক রোগ। কেউ কেউ এটাকে ‘ইরোটোমেনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে। তারাই মেন্টালি সিক। আমার মনে হয় আপনাদের মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ’সিনেমার তারকা এবং ক্রীড়াঙ্গনের তারকাদের অনেক মেয়ে ভক্ত থাকবে। এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা শুধু আমার বেলায় নয়, সব তারকার সঙ্গে হয়।’

জায়েদ খান আরও বলেন, ’সিনেমার টানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেও চাকরি করিনি। মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। তার মানে এই নয় যে আপনারা একজন শিক্ষিত মানুষকে নিয়ে ট্রল করবেন। যদিও এসবে আমি কিছু মনে করি না; কারণ, যে গাছে ফল বেশি সেই গাছে ঢিল পড়ে বেশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান