বাংলাদেশের অভিনয় জগতের অমলিন নাম রাজ্জাক। ‘নায়করাজ’ উপাধি যাকে সংজ্ঞায়িত করেছে সেই রাজ্জাককে ২০১৭ সালের এই দিনে হারায় বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গন। তার চলে যাওয়ার মাঝে যেন বড় এক শুন্যতা রেখে গেছেন। একজন গুণী অভিনেতা, পরিচালক, প্রযোজককে হারিয়েছে দেশের হাজারো চলচ্চিত্রপ্রেমী।
নায়করাজ রাজ্জাক, পুরো নাম আব্দুর রাজ্জাক ১৯৪২ সালের ২৩শে জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ঢাকায় আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। গীতিকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী খোকা তাঁরই বন্ধু নায়ক রাজ্জাকের নামের আগে ‘নায়করাজ’ যুক্ত করেছিলেন।
নিজের মেধা, মনন ও শ্রমে চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। দেখতে দেখতে কেটে গেল নায়করাজহীন ছয়টি বছর। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নায়করাজের পরিবার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক পরিবেশক সমিতির সদস্যরা নায়করাজের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আজ।
নায়করাজের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আব্বার মৃত্যুবার্ষিকী স্মরণে রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। একই সময় বাসায়ও হবে মিলাদ ও দোয়া। দুপুরে আসা মেহমান এবং গরিব এতিমদের আম্মা নিজ হাতে খাওয়াবেন। আব্বার জন্য দোয়াটাই বড়। সবার কাছে দোয়া চাই।’
১৯৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে রাজ্জাকের প্রথম সিনেমা ‘বেহুলা’। সেই থেকে শুরু। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
You must be logged in to post a comment.