মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

নামের শেষ থেকে ‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য

বিনোদন ডেস্ক / ২১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৮, ২০২৪
নামের শেষ থেকে 'বচ্চন' পদবি সরালেন ঐশ্বর্য
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বহুদিন ধরে চলছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিভোর্স। আম্বানির ছোট ছেলের বিয়েতে মেয়েকে নিয়ে ঐশ্বর্য আলাদা উপস্থিত হয়েছিলেন সেই থেকে বেড়েছে গুঞ্জন। এই নিয়ে আর ফের শুরু হল আরও জল্পনা। সদ্য নিজের নামের শেষ থেকে বচ্চন পদবি সরালেন ঐশ্বর্য।

ঐশ্বর্য রাই গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। সেখানে থেকে বুধবার ফেরেন নায়িকা। সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি সিলভার কাজ করা নীল গাউনে দেখা গেল নায়িকারে। তাঁর গ্ল্যামার লুক নজর কাড়ল সকলের। তাঁর স্মোকি আই নজর কাড়ল তামাম বিশ্বের। অনুষ্ঠানের সময় নায়িকার পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র ঐশ্বর্য রাই নামটি। এমনিতে, অফিসিয়ালি তিনি বচ্চন উপাধি ব্যবহার করেন। কিন্তু হঠাৎ কেন সেই বচ্চন পদবি সরালেন ঐশ্বর্য তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিকে অভিষেকের সঙ্গে নিমরত কৌরের সম্পর্ক নিয়ে বিস্তর জল ঘোলা চলছে। বহুদিন ধরে যে অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বহুদিন তাদের কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি। সর্বত্র শোনা যাচ্ছে বিচ্ছেদের কথা। এবার এই সবের মাঝে বচ্চন পদবি সরিয়ে দেওয়ায় আরও জোড়াল হল বিচ্ছেদের গুঞ্জন।

তবে, এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি কেউ। তাই সময় বলবে সত্যিই আলাদা হচ্ছেন নাকি ঐশ্বর্য ও অভিষেক। কিন্তু, বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। তারই সঙ্গে নায়িকার এমন আচরণ সকলের মনে তুলল প্রশ্ন।

https://www.instagram.com/p/DC4B4qsso_L/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান