বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার (২১ জুন) পারিবারিক আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
নাদিয়ার বরের নাম সালমান আরাফাত। পেশায় তিনি একজন মডেল ও অভিনেতা। আগামীতে ‘মেসমেইট’ নামের একটি সিরিজে দেখা যাবে তাঁকে।
এদিকে, শুক্রবার রাতে ফেসবুকে বিয়ের একাধিক ছবি পোস্ট করেন নাদিয়া। প্রথম ছবিটি প্রাক-বিবাহ অনুষ্ঠানের। যেখানে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে। দুজনের পরনে ছিল সাদা রঙের পোশাক।
ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ!’ একইভাবে নাদিয়ার বরও দুজনের একটি ছবি ফেসবুক প্রোফাইল বানিয়ে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
দ্বিতীয় ছবিতে একে-অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।
বিয়ের ছবি প্রকাশ পেতেই খুশির জোয়ার বইতে শুরু করে নাদিয়ার ভক্ত-অনুরাগীদের মনে। এ সময় নবদম্পতিকে শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। অভিনন্দন জানিয়েছেন শোবিজের অনেকেই। তাসনিয়া ফারিণ, নিলয় আলমগীর, নওশীন, ইমতিয়াজ বর্ষণ, মনিরা মিঠু, শাহনাজ খুশি, চয়নিকা চৌধুরী, গোলাম সোহরাব দোদুল, নাবিলা ইসলাম, অন্তু করিম, মুকিত জাকারিয়াসহ শোবিজের প্রায় তারকাই শুভেচ্ছা জানিয়েছেন নাদিয়া-সালমানকে।
প্রসঙ্গত, দেশের শোবিজে প্রায় এক যুগ ধরে কাজ করছেন সালহা খানম নাদিয়া। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা। ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি।
You must be logged in to post a comment.