মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

নাজিফা তুষির ‘হাওয়া’

ফোরাম প্রতিবেদক / ৫৯৬ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৮, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


‘আইসক্রিম’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন লাক্স তারকা নাজিফা তুষি। সম্প্রতি ‘হাওয়া’ চলচ্চিত্রে নাম লেখিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন।

ছবির ব্যাপারে নাজিফা তুষি বলেন, এখন বঙ্গোপসাগরের কূল ঘেঁষা সেন্টমার্টিন দ্বীপে চলছে ছবির শুটিং। সেখানে টানা এক মাস শুটিং হবে। এরপর কক্সবাজারে দৃশ্যধারণের কাজ হবে।

পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে গড়ে উঠেছে হাওয়া গল্প। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প।’

‘হাওয়া’ ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হন নাজিফা তুষি। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

এছাড়া উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। গেল বছর ‘কুমারিকা কেশকাহন’ নামে একটি অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে দেখা যায় তাকে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে অনুষ্ঠানটি প্রচার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান