নতুন প্রেমে মজেছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ২৩ বছরের ছোট ইতালিয়ান মডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই গুঞ্জন কয়েক মাস ধরেই। যদিও বিষয়টি নিয়ে মুখ ফুটে বলেননি দুজনের কেউই। তবে অন্তর্জালে ভাইরাল হলো এই তারকা যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও। এ নিয়ে তুমুল চর্চায় মেতেছেন নেটিজেনরা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্সের বরাতে প্রকাশ্যে এসেছে ডিক্যাপ্রিও-ভিত্তোরিয়ার ওই ভিডিও। জানা গেছে, গত ৯ আগস্ট স্পেনের ইবিজা নামের একটি নাইটক্লাবের দেয়াল ঘেঁষে আলিঙ্গনে মেতেছেন তারা। এ সময় অভিনেতাকে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গেছে।
লিওনার্দো-ভিত্তোরিয়ার সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল চর্চা শুরু। জানা গেছে, ভোর ৪টা নাগাদ ইবিজা ক্লাবে লেন্সবন্দি হয়েছেন তারা। চারপাশে তখন প্রচুর মানুষের ভিড়। তাই পার্টিতে অনেকেরই নজর কাড়েন এই যুগল।
ভিত্তোরিয়া তখন উঁচু পনিটেল করে চুল বেঁধেছিলেন। পরনে ছিল একটি ঝকঝকে ক্রপ টপ। অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট ও একটি ম্যাচিং কালো ক্যাপ।
শোনা যায়, ২০২২ সালে ক্যামিলা মররোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় লিওনার্দোর। সেই সময় ক্যামিলার বয়স ছিল ২৫। এরপর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মডেল নীলম গিলের সঙ্গেও দেখা গেছে লিওনার্দোকে। গুঞ্জন ছিল, তারা নাকি পরস্পরকে ডেটিং করছেন। এছাড়া গত বছর লিওনার্দোর নাম জড়িয়েছিল সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে। প্রায়শই একসঙ্গে পার্টিতে দেখা যেত তাদের। এবার নায়কের সঙ্গে নাম জড়িয়েছে ভিত্তোরিয়া চেরেত্তির, তারও বয়স ২৫।
You must be logged in to post a comment.