রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

নদী শুকাচ্ছে, বেরোচ্ছে পুরাকীর্তি

ফোরাম প্রতিবেদক / ৩৮৯ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২২, ২০২২
নদী শুকাচ্ছে, বেরোচ্ছে পুরাকীর্তি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তীব্র খরার কবলে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ফলশ্রুতিতে শুকিয়ে যাচ্ছে বেশ কিছু নদ-নদী ও হ্রদ। পানির স্তর কমে যাওয়ায় দেখা মিলছে এসব জলাশয়ে ডুবে থাকা নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহাসিক সম্পদের। এই দৃশ্য দেখে স্থানীয়দের কেউ অবাক হলেও তবে তা স্মরণ করিয়ে দিচ্ছে অতীতের ভয়াবহ খরার।

জলবায়ুর বিরূপ প্রভাবে ইউরোপজুড়ে গত কয়েক সপ্তাহে দেখা দিয়েছে তীব্র খরা। সম্প্রতি স্পেনের নদী শুকিয়ে জেগে উঠেছে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ‘ক্যাসেরেসের ভালদেকানাস রিজার্ভার’ নামের জলাধারটির পানির স্তর ২৮ শতাংশ কমে গেছে। এতে দৃশ্যমান হয়েছে ‘স্প্যানিশ স্টোনহেঞ্জ’ নামের একটি চক্রাকার পাথরের স্থাপত্য।

সংশ্লিষ্টরা জানিয়েছে, পাথরের বৃত্তটি ১৯২৬ সালে জার্মান প্রত্নতাত্ত্বিক ‘হুগো ওবারমায়ার’ আবিষ্কার করেছিলেন। পরে ১৯৬৩ সালে এলাকাটি প্লাবিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি মাত্র চারবার দৃশ্যমান হযেছে।

খরায় জার্মানির রাইন নদী ঘেষে ‘হাঙ্গার স্টোনস’ নামের কিছু পাথর আবার ভেসে উঠেছে। তবে এসব পাথর পুনর্দৃশ্যমান হওয়ায় পূর্ববর্তী খরাগুলোর দুর্দশাকে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। চলমান খরাও নতুন করে দুর্দশা ডেকে আনতে পারে বলে আশংকা তাদের।

গত জুলাইয়ের শেষের দিকে কমে যায় ইতালির পো নদীর পানি। এতে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৪৫০ গ্রাম ওজনের একটি বোমার সন্ধান পাওয়া যায়। পরে তা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে সার্বিয়ার দানিয়ুব নদীর পানি। এর ফলে ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মানির ২০টি যুদ্ধজাহাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান