‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। শুটিং-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছেন সিনেমাটির নায়ক সাইমন সাদিক।
বুধবার ( ২ নভেম্বর) ‘লাল শাড়ি’ সিনেমার নায়ক সাইমন ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায় পদ্মনদীর উপর একটি গানের রোমান্টিক দৃশ্যে শট দিচ্ছেন অপু-সাইমন। শুটিং সেখানে ভিড় জমে উৎসুক জনতা ও সিনেমাপ্রেমীদের।
বিষয়টি সাইমন সাদিক বলেন, ‘একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগছে। সে খুব মেধাবী একজন অভিনেত্রী। আমি তাকে প্রযোজক না, একজন শিল্পী হিসেবেই পেয়েছি , যেটা আমার কাজের জন্য স্বস্তি দিচ্ছে। আর আমি যেহেতু গ্রামের ছেলে তাই গ্রামের লোকেশনে শুটিং করতে আমার দারুণ লাগে।’
তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটিতে আরও অভিনয় করছেন সুমিত, শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।
You must be logged in to post a comment.